• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩


নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৮:২৮ পিএম
কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেপ্তার ৩

নওগাঁ নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বাজার এলাকা থেকে মূর্তি পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ ,সিপিসি-১, ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. সেতাউর রহমান (৪২), মো. আব্দুল খালেক (৫৩) এবং নজরুল ইসলাম (৬৩)।

এর আগে, মঙ্গলবার (৩১জানুয়ারি) বিকেলে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বাজার রাব্বানী এর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে বিষ্ণু মূর্তি পাচারকারী চক্রের মূলহোতা সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৫ লক্ষ টাকার কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

Link copied!