বগুড়ায় প্রতিবেশীর স্ত্রীকে উত্ত্যক্ত করায় সালিশে ডেকে নিয়ে মারধর করায় আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল হোসেন বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাশের বাড়ির এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদের কাছে ডেকে নেওয়া হয়। বিচার চলার সময়ে মনোয়ারার ছেলে সোহাগ মিয়া তাকে মারধর করেন। এরপর আবুল হোসেনকে বাড়ি আনা হলে তিনি মারা যান।
আবুল হোসেনের স্ত্রী শাহেলা বেগম বলেন, “মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে মসজিদের কাছে যান। আমিও তার সঙ্গে গিয়ে দেখি সালিশ বসেছে। সালিশ চলার সময় মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিলঘুষি মারতে থাকেন। পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে এলে বুকের ব্যথায় কাতরাতে থাকেন। রাত ১২টার দিকে তিনি মারা যান।”
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।”
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































