গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেট কারের ড্রাইভার ও তার সহকারী পালিয়ে যান।
সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজারসংলগ্ন গোলচত্বর থেকে গাঁজাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের ইনর্চাজ অ্যাডমিন নুর আলম সিদ্দিক জানান, রাতে গোলচত্বরে ডিউটি করছিলেন ট্রাফিক পুলিশের টিএসআই জসিম উদ্দিনসহ ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। এ সময় সুন্দরগঞ্জ রোড থেকে আসা একটি প্রাইভেট কারকে কাগজপত্র দেখানোর জন্য থামতে বললে কৌশলে প্রথমে একজন ও পরে ড্রাইভার পালিয়ে যান।
পরে প্রাইভেট কারটি তল্লাশি করে ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।