খুলনায় পুলিশের সঙ্গে আন্দোলকারীদের দফায় দফায় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে আহত হওয়ার পর রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্যের নাম মো. সুমন। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশের আর অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা খুলনা পুলিশ হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।
পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, সন্ত্রাসীদের আঘাতে আমাদের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে খুলনায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। দুপুর সাড়ে তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে সন্ধ্যার পরে আবার সোনাডাঙ্গা এলাকায়ও হয় সংঘর্ষ। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।