• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাড়ির ছাদ খুলে ভিডিও, ব্রিজের পাইপে ধাক্কা লেগে যুবক নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৪, ০৪:১১ পিএম
গাড়ির ছাদ খুলে ভিডিও, ব্রিজের পাইপে ধাক্কা লেগে যুবক নিহত

সিরাজগঞ্জে গাড়ির ছাদ খুলে ব্রিজের সৌন্দর্য ভিডিও করার সময় লোহার পাাইপের সঙ্গে মাথায় ধাক্কা লেগে রবিউল আজিম তনু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) ভোর ৫টার দিকে জেলা শহরের ইলিয়ট ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সিরাজুল বলেন, ভোরে রবিউল হাসান তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করে ইলিয়ট ব্রিজের ওপর যান। এসময় রবিউল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে ব্রিজের সৌন্দর্য ভিডিও করছিলেন। হঠাৎ ব্রিজের লোহার পাইপের সঙ্গে ধাক্কা লাগে রবিউলের। পরে গুরুতর আহত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!