চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
টানেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা যাওয়ার পথে টানেলের ভেতর একটি বাস বেপরোয়া গতিতে এসে পেছন দিক দিয়ে প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা নারীসহ ৪ আরোহী গুরুতর আহত হন। পরে বাসচালক পালিয়ে যান।
শনিবার (৪ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, “টানেলের ভেতর একটা দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর এক পাশ দিয়ে যানচলাচল হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষে বর্তমানে যান চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে।”
এর আগে গত ১ নভেম্বর টানেলের ভেতরে দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ার ঘটনা ঘটে।





































