• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৩, ০২:৩৯ পিএম
পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ছয় দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৬ মার্চ) জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (৫ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের কুঠিবাড়ি কমলাপুরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আল-আমিন শেখ (২৮), মো. আবু রাসেল (৪২), মো. ইমরান শেখ (২২), মো. ফয়সাল ভূঁইয়া (২৬), মো. রাজিব মোল্যা (২৮) ও মো. রাব্বি মোল্যা (২৮)। তাদের সবার বাড়ি জেলা শহরের বিভিন্ন এলাকায়।

রাকিবুল ইসলাম বলেন, “ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ফরিদপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ছয় দালাল আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।” 

Link copied!