• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৯:৫৩ পিএম
সেতুর অভাবে দুর্ভোগে হাজারো মানুষ

বগুড়ার ধুনটে মোহনপুর-নাটাবাড়ি সড়কে জনদুর্ভোগের আরেক নাম মানাস নদী। নদীটির ওপর সেতু না থাকায় বর্ষাকালে যেমন নৌকাতে ও শুষ্ক মৌসুমে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হয় হাজারো মানুষকে।

দীর্ঘদিন ধরে নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, এই নদীটির ওপর একটি সেতু খুবই দরকার। নদীর দুপাশেই বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করে। রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া যায় না।

ইলিয়াস হোসেন নামের এক যুবক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটা সেতু দাবি করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সেতুটি হলে দুর্ভোগ কমার পাশাপাশি এখানকার মানুষের জীবনমানও পাল্টে যেত।”

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, সেতু নির্মাণের জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সেতুর কাজ শুরু করা হবে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!