• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাসে মিলল সাড়ে ৫ কেজি হেরোইন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৮:১৫ পিএম
বাসে মিলল সাড়ে ৫ কেজি হেরোইন

কক্সবাজারে যাত্রীবাহী একটি বাস থেকে ৫ কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় একটি বাসে তল্লাশি করে হেরোইনগুলো জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসে তল্লাশি করে ৫ কেজি ৬৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!