নারীসহ ৭ মাদকব্যবসায়ী আটক


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৪:৪১ পিএম
নারীসহ ৭ মাদকব্যবসায়ী আটক

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ ও নারীসহ সাত মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) আটকদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।

এরআগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোহরকয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

আটকরা হলেন উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী সকিনা বেগম (৫০), মোমিনপুর গ্রামের মাসুদ রানা (৩২), শিমুল হোসেম (২৪), শরিফুল হোসেন (৩২), মুক্তার হোসেন (২৪), ইশতিয়াক আহমেদ (২৩) ও মোহরকয়া পূর্বপাড়া গ্রামের রেজাউল করিম (৩৬)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মোহরকয়া এলাকায় গাঁজা বিক্রির সময় সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!