• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বাসচাপায় ভাই-বোনসহ প্রাণ গেল ৩ জনের


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:২৬ পিএম
বাসচাপায় ভাই-বোনসহ প্রাণ গেল ৩ জনের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দোহাজারী উপজেলায় বাসচাপায় দুই ভাই-বোনসহ  প্রাণ গেল ৩ জনের। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওয়াকার উদ্দিন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫) উপজেলার জামিজুরি নিবাসী জসীম উদ্দিনের সন্তান। অপরজন হলেন, অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, পূরবী পরিবহনের একটি বাস বান্দরবান থেকে চট্টগ্রামে যাচ্ছিল। বাসটি জেলার দোহাজারী উপজেলা সদরে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো এক জন। দুর্ঘটনার পরে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে দীর্ঘ সময় বিক্ষোভ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুরঞ্জন চাকমা বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।’’ 

Link copied!