• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশে প্রবেশ করা ২১ জনকে মিয়ানমারে ফেরত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ১২:৫৯ পিএম
বাংলাদেশে প্রবেশ করা ২১ জনকে মিয়ানমারে ফেরত

টেকনাফের নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ মিয়ানমারের ২১ নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের সবাইকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে নাফনদী সংলগ্ন টেকনাফের বড়ইতলী নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, মো. আনোয়ার খান (২৭), মো. হাফিজ আনোয়ার (২০), মো. জিয়াবুর রহমান (৪২), মো. ইউনুস (৩৪), জিয়াউর রহমান (১৯), মো. হারুন (৫০), মো. আনোয়ার (২৫), মোসা. খতিজা (২০), মমতাজ বেগম (৪০), মোসা. দৌলো (৫৫), নুর হাফেজ (১৯), দিল বাহার (৭২), মোসা. সায়েরা (৪০), সেতারা (১৩), মোসা. সামিরা (১৬), মোসা. খালেদা (১৮), ইছাড়া (২), মোসা. মুসতাকিমা (১২), মো. সাহেত আলম (৫), রমজান আলী (৮) ও মো. সাহেদ (৪)। তারা সবাই মিয়ানমারের আরাকান রাজ্যের মংড়ু থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, সোমবার রাতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ ও শিশুসহ মিয়ানমারের ২১ নাগরিককে বড়ইতলী নামক স্থান থেকে আটক করেছে বিজিবি। তারা সবাই সু-চিকিৎসার জন্য বাংলাদেশ এসেছিলেন বলে জানিয়েছেন।

পরবর্তীতে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Link copied!