• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

শার্শায় ২০টি স্বর্ণের বার জব্দ


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২, ০৮:০৬ পিএম
শার্শায় ২০টি স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী স্বর্ণের ব্যাগ ফেলে পালিয়ে যান। জব্দ করা স্বর্ণের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের একটি সরিষা ক্ষেতের মধ্য থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালকোনা বিজিবি ক্যাম্পের নায়েক শরিফুল ইসলামের নেতৃত্বে শার্শা উপজেলার নারকেলবাড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের কালু মিয়ার আম বাগানের মধ্য দিয়ে এক ব্যক্তি গোলাপী রঙের ব্যাগ হাতে ভারত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে তাকে চ্যালেঞ্জ করলে হাতে থাকা ব্যাগ সরিষা ক্ষেতের মধ্যে ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যান।

পরবর্তীতে সেখানে কর্মরত কৃষকদের সহায়তায় সরিষা ক্ষেত তল্লাশি করে ব্যাগে থাকা ২০টি স্বর্ণের বার জব্দা করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। 

Link copied!