• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৬


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৬:২১ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

নিহতরা হলেন, বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার মো. তৈয়বের স্ত্রী নাসরিন (২৫) ও সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মো. ইউনুছের ছেলে মো. শামচুল (৩০)।

ডা. এনামুল হক বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাসরিন নামের এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। এ ছাড়া মো. শামচুল নামের এক যুবক শনিবার সন্ধ্যা ৭টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাত ১১টার দিকে তিনি মারা যান।”

জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৪৬ জন। এ ছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০১ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। এর মধ্যে ৬ হাজার ১১৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।” 

Link copied!