• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ফেন্সিডিল পাচারের সময় ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ০৮:৪০ পিএম
ফেন্সিডিল পাচারের সময় ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে ফেন্সিডিল পাচারের সময় ভারতীয় নাগরিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৪৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মণ্ডলের ছেলে চপল আলী (৩৫)।

বুধবার (৫ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। এ সময় আসামি ভারতীয় নাগরিক জামরুল ৭৪৩ বোতল ফেন্সিডিল নিয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। তার কাছে থেকে এগুলো নিতে আসে বাংলাদেশের মাদক কারবারি জামরুল। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাঘা থানায় মামলা করা হয়েছে।

Link copied!