• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে ১৪৪ বোতল বিদেশি মদসহ আটক ২


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৪:২৪ পিএম
সুনামগঞ্জে ১৪৪ বোতল বিদেশি মদসহ আটক ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে উপজেলার যোগিরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন উপজেলার যোগিরগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে সাঈদ (৬১) ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. রাসেল (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলার দোয়ারাবাজার থানাধীন যোগিরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪৪ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। 

Link copied!