• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩, ০৭:১৮ পিএম
পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার পরও ইটভাটা স্থাপন করার দায়ে নাটোরে ৫টি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ফয়জুন্নেছা আক্তার ওই আদেশ দেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে ওই অভিযান। 
নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, অভিযানের অংশ হিসাবে সদর উপজেলার সেনভাগ ঘোষপাড়ায় বিটিবি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পন্ডিতগ্রাম এলাকায় স্থানীয় স্কুলের এক কিলোমিটারের মধ্যে স্থাপন করা চারটি ইটভাটা সিএইচএন, এনকেসি, এসিএইচ ও আরবিআর-কে ৪ লাখ করে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩, সংশোধিত ২০১৯ এর আলোকে ওই জরিমানা করা হয় বলেও জানান তিনি।

Link copied!