বাগানবিলাশ, কাঠগোলাপ, তেঁতুলসহ বিভিন্ন রকমের ফলদ ও ফুল গাছ রোপণ কর্মসূচি পালন করেছে মহারাজপুর এডুকেটেড স্যোসাইটি নামে একটি সংগঠন।
সোমবার (৯ জুন) সকালে গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামকৃষ্ণপুর ঈদগাহে গাছগুলো রোপণ করা হয়।
সংগঠনের সদস্য ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর বনগ্রাম বাজার এজেন্ট মো. আবু নাঈম জানান, পরিবেশের ভারসম্য রক্ষা, সৌন্দর্যবর্ধণ ও পাখিদের খাদ্য ব্যবস্থাসহ মাল্টি উপযোগিতার কথা চিন্তা করে তারা গাছ নির্বাচন করেছেন।
তিনি বলেন, “মহারাজপুর এডুকেটেড স্যোসাইটি একটি ব্যতিক্রম প্লাটফর্ম। এটি আসলে সংগঠনও বলা যায় না। সংগঠন থাকলে সেখানে কমিটি থাকে, পদ-পদবি থাকে। আমাদের তেমন কিছু নেই। সবাই সাধারণ সদস্য। ইউনিয়নের ন্যূনতম স্নাতক পাশ এবং ইতিবাচক চিন্তা ধারণ করা মানুষদের একত্রি হওয়ার জায়গা এটি। কোনো ফান্ডিং বা চাঁদা নেই এখানে। আলোচনা সাপেক্ষ একেকটি ভালো কর্মসূচি গ্রহণ করা হয়। সম্ভাব্য খরচ আলোচনা করা হয়- সদস্যদের মধ্য থেকে সাধ্য অনুযায়ী কন্ট্রিবিউট করে কাজটি সম্পন্ন করা হয়। প্রতি উদ্যোগের হিসাব সঙ্গে সঙ্গে শেষ করে দেওয়া হয়।”
সংগঠনের আরেক সদস্য সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া বলেন, “আমরা যারা গ্রামের শিক্ষিত আছি তারা অধিকাংশই বিচ্ছিন্ন। ইচ্ছে থাকলেও অনেক ভালো কাজ করা হয়ে ওঠে না। এছাড়া ভিলেজ পলিটিক্স তো আছেই। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার জন্য মহারাজপুর এডুকেটেড স্যোসাইটি একটি ভালো স্থান।”
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মুজাহিদ হোসেন, অগ্রণী ব্যাংকের মুকসুদপুর শাখার ম্যানেজার এনামুল মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ এর বনগ্রাম বাজার এজেন্ট সত্ত্বাধিকারী মো. আবু নাঈম, সরকারি গোপালগঞ্জ কলেজের ইংরেজি প্রভাষক ইনামুল মিয়া, ইঞ্জিনিয়ার রাহাদ রবি, মহারাজপুর ইউনিয়নের ১-নং ওয়ার্ডের মেম্বার ও সাংবাদিক হুসাইন আহমেদ কবির, গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।







































