টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার (১২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ডাকাতি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
ওসি আহসান উল্লাহ্ বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন মামলার আসামি। সোমবার দুপুরে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।