• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৩:৪৪ পিএম
গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু

ঢাকার সাভারে গত রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন তুহিন আহমেদ (২৬) নামের এক যুবক। 

মঙ্গলবার (২৩ জুলাই) রাতে উপজেলার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।

তুহিন আহমেদ রাজমিস্ত্রির কাজ করতেন। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ইরতা গ্রামে। 
এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে সাভারে মৃতের সংখ্যা দাড়াল ১০ জনে। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন মাদ্রাসার ছাত্র। বাকিরা শ্রমজীবী ও ব্যবসায়ী।

Link copied!