চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে আয়না খাতুন (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত আয়না খাতুন একই গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আয়না খাতুন তার শিশু সন্তান তাজমিরকে (৮) নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরে ঢুকে গলাকেতে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি চুরি, এক জোড়া হ্যান্ড গ্লাভস ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই একই গ্রামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটকরা হলেন একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হাসান আলী (২৮), মৃত বাহার লস্করের ছেলে আব্দুর রহমান (৫২) ও ওসমান মন্ডলের ছেলে মামুন মন্ডল (২৭)।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, একই গ্রামের মামুন আয়না খাতুনকে ফোনে বিরক্ত করতো। বেশ কয়েকদিন আগে ফোন দিয়ে হুমকিও দেয় মামুন।
নিহত জেসমিনের বোন সাথী খাতুন বলেন, “আমার দুলাভাই কুয়েত প্রবাসী। বোন ওর শাশুড়ির সঙ্গে বাড়িতে থাকত। সপ্তাহ খানেক আগে বোনের শাশুড়ি মারা যায়। এরপর থেকে সে একাই বাড়িতে থাকত।”
সরোজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নিখিল অধিকারী জানান, সকাল ৯টার দিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে মাঠে কাজ করছে পুলিশ। খুব দ্রুত খুনিদের বিচারের আওতায় আনা হবে।

















-20251222091605.jpeg)


















