• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

৫ কারখানাকে জরিমানা


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৬:২৫ পিএম
৫ কারখানাকে জরিমানা

মাদারীপুরের সদর এবং রাজৈর উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৮।

ভেজাল, ক্ষতিকর রাসয়নিক মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করায় কারখানাগুলোকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার মস্তফাপুর ও চরমুগরিয়া এলাকা এবং রাজৈর উপজেলার আমগ্রাম বাজারের বিভিন্ন খাদ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাবের আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের উপস্থিতিতে ৫টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী ও রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামানসহ অন্যরা উপস্থিত থেকে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

Link copied!