• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

৩ কোটি টাকার জাল ধ্বংস


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ১১:১৮ পিএম
৩ কোটি টাকার জাল ধ্বংস

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা এলাকা থেকে তিন কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ এবং ধ্বংস করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে র‍্যাব-১০ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব-১০ জানায়, সোমবার (৪ অক্টোবর) রাতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম,  কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার এবং র‍্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল শাক্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় ৬টি কারখানা থেকে বিক্রয় নিষিদ্ধ চায়না দুয়ারি মাছ ধরার জাল জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত তিন কোটি টাকা মূল্যের আনুমানিক দুই লাখ ২৯ হাজার ৭৬০ মিটার জাল এবং জাল তৈরির সরঞ্জামাদি ধ্বংস করা হয়। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!