কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামে কাপড় সেলাইয়ের ১০ টাকা কম এক গৃহবধূকে হত্যার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ওসি আ স ম আব্দুন নূর তথ্যটি নিশ্চিত করেছেন।
আটক দুই নারী হলেন আদ্রা গ্রামের শফিকুর রহমানের মেয়ে সুমি আক্তার ও সেলিনা আক্তার।
নিহত জহুরা বেগম মনোহরগঞ্জ উপজেলার মরিচা গ্রামের সাইফুলের স্ত্রী ও আদ্রা গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জহুরা বেগম চাচাতো বোন সুমি আক্তারের কাছে একটি থ্রি-পিস সেলাই করতে দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জহুরা বেগম থ্রি-পিসটি আনার জন্য সুমির কাছে যান। এ সময় সুমি ১০০ টাকা দাবি করলে জহুরা ৯০ টাকা দেন।
১০ টাকা কম দেওয়া নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ের সুমির বোন ছকিনা আক্তার, সেলিনা আক্তার ও বোনের জামাই জলিল মিয়া মারধর করে জহুরা বেগমকে। কৌশলে তিনি পালিয়ে বাবার ঘরের সামনে যায়।
এ সময় জলিল মিয়া জহুরার তলপেটে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয়রা জহুরাকে উদ্ধার করে নাথেরপেটুয়া ভূঁইয়া মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর বলেন,‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এজহার নামীয় দুই নারীকে আটক করা হয়েছে।’