• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকের মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১, ০১:০১ পিএম
সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানচালকের মৃত্যু

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাউসর আহম্মেদ (২০) নামের এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারে উপজেলায় নাটিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার আহম্মেদ মির্জাপুর উপজেলার সামাদ আলীর ছেলে। আহতরা হলেন একই উপজেলার নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলাউদ্দিন জানান, নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে মির্জাপুরগামী মালবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও পিকআপে থাকা আরও দুইজন আহত হন। 

আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Link copied!