• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে যুগল, লাশ রেখে পালালেন যুবক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৯:৩৯ পিএম
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে যুগল, লাশ রেখে পালালেন যুবক

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের লাইট হাউস এলাকার আমারী রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হোটেলের দেয়া তথ্য অনুযায়ী, ওই নারীর নাম ফারজানা (২৩)। স্বামী পরিচয়ে তার সঙ্গে থাকা সাগর নামের এক যুবক পলাতক।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, “তিনদিন আগে তারা ওই রিসোর্টে ওঠেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকেও রুমে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

মহিউদ্দিন আরও বলেন, ফারজানা ও পলাতক সাগরের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত এক সপ্তাহে কক্সবাজারে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিনজন হোটেলে অবস্থানকালে মারা গেছেন।
 

Link copied!