জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ মুনজিলার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুনজিলা জয়পুরহাট সদরের বানিয়া পাড়া গ্রামের আব্দুস সবুরের মেয়ে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্র নাথ মন্ডল জানান, গত ২৬ জুলাই দুপুরে উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় গ্রামে রনি পারিবারিক কলহের এক পর্যায়ে স্ত্রীর মুনজিলার গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মুজিলাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ তার মৃত্যু হয়।
ওসি নিরেন্দ্র নাথ মন্ডল আরো জানান, ওই ঘটনায় গত ২৯ জুলাই মুনজিলার বাবা আব্দুস সবুর জামাই রনির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মামলা করলে ৩০ জুলাই রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।