নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাঁচপুরে অবস্থিত আলনুর পেপার মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন।
রোববার (৪ জুলাই) রাত দেড়টার দিকে কাঁচপুরে আল নূর নামে ওই পেপার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ও ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫), ফারুক মিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)।
জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তাকর্মীদের কক্ষ ছিল কারখানার গ্যাস রাইজারের পাশে। গ্যাস রাইজার থেকে হঠাৎ আগুন লেগে নিরাপত্তাকর্মীদের রুমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কাঁচপুর এলাকায় আবাসিক গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় রান্না করতে না পেরে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।