• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

সাতক্ষীরায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:৫১ পিএম
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত্যুর হার আবারও কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গে তিন নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। 

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তারা মারা যান। এর মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ। 

মৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলা মথুরেশপুর ধানবাড়িয়া গ্রামের সাহিদা খাতুন, একই উপজেলার ভদ্রখালী গ্রামের গোবিন্দ অধিকারী, সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মতিয়ার রহমান, তালা উপজেলা খেশরা গ্রামের নুর জাহান, কলারোয়া উপজেলার ছিকরা গ্রামের নমিতা রানী ও যশোর জেলার কেশবপুর থানার বাশবাড়িয়া গ্রামের লুৎফর রহমান। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৪৮ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এদিকে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা উপসর্গ নিয়ে ১০০ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৪ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিউতে রয়েছেন ৪ জন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত করোনা সংক্রমণের হার কমাতে সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!