• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৮:১৩ পিএম
সাতক্ষীরায় করোনা উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। 

মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনিয়ে, করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৫৬৫ জন।

আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩১১ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৮ দশমিক ৩৩ শতাংশ।

এনিয়ে, জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৯২ জন। 

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৩৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি এ সময় করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!