• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আটক ১


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০১:২৭ পিএম
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আটক ১

পাবনা সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১৪ নভেম্বর) ভিকটিম শিশুর নানা বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেছেন। 

এদিকে এই ঘটনায় অভিযুক্ত ভ্যানচালক মজিদ শেখকে (৪২) স্থানীয়রা আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। অভিযুক্ত মজিদ একই এলাকার মৃত ছকির শেখের ছেলে। 

ঘটনার বিষয়ে শিশুটির নানা থানায় অভিযোগ করে বলেন, এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলার জন্য এই কয়দিনে কোন কিছু করতে পারি নাই। ঘটনার পরে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে ছিলেন। রোববার তাকে পার্শ্ববর্তী এলাকায় ভ্যান চালানো অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে আমরা থানায় গিয়ে ওই অভিযুক্তের নামে মামলা দায়ের করেছি। 

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি বেশ কয়েকদিন আগে হলেও, রোববার আমাদের কাছে ভিকটিমের নানা লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদ শেখকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওইদিনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভিকটিমকে পাবনা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পরিবার ও পুলিশের সাথে পাঠানো হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!