রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় তিন জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
এর আগের দিন হাসপাতালটির করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।
হাসপাতাল সূত্র জানায়, ১১ জনের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ছিলেন। উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা নেগেটিভ অবস্থায় আরো তিনজন মারা গেছেন।
মৃতদের মধ্যে পাবনার তিনজন এবং রাজশাহীর, নওগাঁ ও নাটোরের মারা গেছেন দুইজন করে ৬ জন। আর বাকি একজন ছিলেন চাঁপাইনবাবগঞ্জের।
মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন নারী। উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬৩। তাদের মধ্যে ১৯২ জন করোনা পজিটিভ রোগী।