• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৯:৫৯ এএম
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও করোনার উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এছাড়া করোনায় নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় ১ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩,  নওগাঁ ১,  চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোরের ২ জন করে রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে এই হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ২৮৯ জন।

এদিকে সারা দেশে সোমবার (১৬ আগস্ট) পর্যন্ত গত ২৪ ঘণ্টার করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে।

এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

Link copied!