• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

রামেকে ১৫ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১০:২৭ এএম
রামেকে ১৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান তারা।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৫ জন। আর বাকি ১০ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে উপসর্গে এবং দুইজন জন মারা গেছেন করোনা নেগেটিভ থাকার পরও। মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন। নাটোরের দুইজন এবং নওগাঁ, পাবনা ও মেহেরপুর জেলার রয়েছেন একজন করে তিনজন। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৬১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন।

রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৯৮। এদের মধ্যে ২৪২ জন করোনা আক্রান্ত রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে মোট বেড সংখ্যা রয়েছে ৪৫৪টি। 
 

Link copied!