• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ময়মনসিংহ মেডিকেলের করোনায় ৩ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ১১:২৩ এএম
ময়মনসিংহ মেডিকেলের করোনায় ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার সুমনা (৩৪), ত্রিশালের আব্দুল মজিদ (৭০) ও মনির হোসেন (৩২)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন রমেসা (১০০), ত্রিশালের এমদাদুল (৫০), সামাদ (৯০), নেত্রকোনা বারহট্টার ফজরুনেসা (৬০), জামালপুর সদর উপজেলার রাজিয়া (৮৫), মাদারগঞ্জের মেরি (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৭৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩২ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২২৬ টি নমুনা পরীক্ষা করে ৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

Link copied!