ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫টি উগ্রবাদী বই, ৫টি বুকলেট ও ৪টি লিফলেট ও নগদ টাকা জব্দ করা হয়।
রোববার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার জোরবাড়িয়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির হামজা ফুলবাড়িয়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. আ. হাকিমের ছেলে।
র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. আখের মুহম্মদ জয় বলেন, “উপজেলার জোরবাড়িয়া এলাকায় জেএমবির কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আমির হামজা ওরফে আমিরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”
মো. আখের মুহম্মদ জয় আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির হামজা স্বীকার করেন তিনি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের সক্রিয় সদস্য। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য কৌশলে তিনি বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে আসছেন বলেও স্বীকার করেন।”
আমির হামজার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে তাকে আজ আদালতে তোলা হবে বলেও জানান মো. আখের মুহম্মদ জয়।