• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

মোবাইল ফোন চুরির ঘটনায় কিশোর খুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:৩৫ এএম
মোবাইল ফোন চুরির ঘটনায় কিশোর খুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে দুলাল ইসলাম (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে উপজেলার ঠুনঠুনিয়াপাড়া এলাকায় মসজিদের পাশে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক মজিবুল্লাহ সৌকতকে (১৭) আটক করেছে পুলিশ। 

দুলাল ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। আর ঘাতক সৌকত একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৩০ জুন) রাতে দুলালের মোবাইলটি বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় সৌকত। সকালে দুলাল মোবাইলটি দেখতে না পেয়ে সৌকতের বিরুদ্ধে চুরির অভিযোগ আনে।

এক পর্যায়ে সৌকতের হাতে মোবাইলটি দেখতে পেয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের ঝগড়া বেঁধে যায়। বিকেলে দুলাল মসজিদের সামনে বসে থাকাকালীন অবস্থায় সৌকত ছুরিকাঘাত করে।

গুরুতর আহত হয়ে দুলাল মাটিতে লুটিয়ে পড়েন। সৌকত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। এদিকে দুলালকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক ডা. ইয়াসার হাবিব তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘাতক সৌকতকে গ্রেপ্তার করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরেই ঘাতক সৌকতকে গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!