ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা মো. শরিফুল ইসলাম (৩০) মারা গেছেন।
শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩টায় নিশিন্দা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সোমবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শরিফুল ইসলাম উপজেলার ৩ নম্বর ভরাডোবা ইউনিয়নের পুরুরা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। তিনি ওয়াল্টন ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ত্রিশাল আত্মীয় বাড়ি থেকে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন শরিফুল। আহত অবস্থায় উদ্ধার করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল বলেন, “শরিফ যুবলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা যুবলীগ পরিবার শোকাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”




-20251225102258.jpg)
































