• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

মেয়র সেরনিয়াবাতের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০১:৩২ পিএম
মেয়র সেরনিয়াবাতের  বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানবন্ধনে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম, সহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, "আমাদের মেয়র মহোদয়ের ওপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন ইউএনও। আমরা সবাই এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছি।"

এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠুভাবে তদন্তের দাবি করেন তারা। এই সমস্যার সমাধান না হলে কাজে যোগ দিবেন না বলে জানান বিসিসির কর্মকর্তা কর্মচারীরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!