• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মেহেরপুরে ১৪ দিনের সর্বাত্মক লকডাউন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:০৫ এএম
মেহেরপুরে ১৪ দিনের সর্বাত্মক লকডাউন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেহেরপুর জেলায় ১৪ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে ৮ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃপরিবহন ও জেলার অভ্যন্তরে সব রুটে বাস চলাচল, ইজিবাইক অটোরিকশা, চায়ের দোকান, শপিং মলসহ সব ধরনের দোকানপাট ও পার্ক, বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবারের হোটেলে প্যাকেট সরবরাহ করা যাবে। তবে হোটেলে বসে খাবার পরিবেশন করা যাবে না। মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কেউ যাতায়াত করতে পারবে না। রিকশায় শুধু একজন যাত্রী যাতায়াত করতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনোভাবেই ঋণের কিস্তি আদায় করা যাবে না। সাপ্তাহিক হাটবাজার খোলা মাঠে বা রাস্তায় প্রতিস্থাপন করতে হবে। এ ক্ষেত্রে হাটের কার্যক্রম সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে।

ওষুধের দোকান খোলা থাকবে তবে কাঁচাবাজার ও মুদিখানা সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়া নামাজে মসজিদে ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন।

অ্যাম্বুলেন্স, পণ্য পরিবহন, কৃষি, চিকিৎসা, ফায়ার সার্ভিস, গণমাধ্যমসহ জরুরি সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

Link copied!