• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৮:২৭ এএম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি আশরাফুল শেখ (৩৮) ও আইয়ুব আলী মোল্লাকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহারাত আখতার ভূঁইয়া এ আদেশ দেন। 
রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আশরাফুল শেখ হলেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার জঙ্গিকান্দি গ্রামের মৃত কিতাব উদ্দিনের ছেলে এবং অপর আসামি আইয়ুব আলী মোল্লা হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামের মৃত ইসাহাক মোল্লার ছেলে।

আদালতের পেশকার মোজাফফর আলী জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দিয়েছেন। 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামের মুদিদোকানদার আলমগীর বয়াতি। ২০১৫ সালের ১৩ নভেম্বর বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরদিন ১৪ নভেম্বর সকালে বালাসুর বানিয়াবাড়ি পশ্চিমে আজিজের কলাবাগানে আলমগীরের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা করেন।

Link copied!