• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা গ্রেপ্তার


কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৭:১০ পিএম
মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা গ্রেপ্তার

কিশোরগঞ্জের নগুয়া শ্যামলী রোডের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায়ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হোসেন বিল্লালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

এঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে গত ৩০ আগস্ট কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর বেলাল হোসেন পালিয়ে যান।

সূত্র জানায়, গত ১৫ এবং ২৭ আগস্ট হাফেজ মাওলানা বেলাল হোসেন তার ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলৎকার করেন। পরে ওই ছাত্র মাদ্রাসায় না যাওয়ার জন্য পরিবারের কাছে বললে তার বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার পর প্রধান আসামি হাফেজ মাওলানা বেলাল হোসেন পালিয়ে যান। এ ঘটনায় র‍্যাবের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার, বিএনএম শোভন খান জানান, বেলাল হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!