মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল শেখ রাসেল হাডুডুর ফাইনাল খেলা। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঘুল্লিয়া শেখপাড়া ইটভাটা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
চরম উত্তেজনায় ভরা ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহম্মদপুরের যশোমন্তপুর হাডুডু দল ৩-২ গেমের ব্যবধানে শ্রীপুর উপজেলা বরিশাট গ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
যুব কমিটির সভাপতি মোসলেম মোল্ল্যার সভাপতিত্বে এ হাডুডু খেলায় প্রধান অতিথি ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম, সমাজসেবী গোলাম মোল্ল্যা, জাহাঙ্গীর আলম মোল্ল্যা।
প্রধান অতিথি বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান বলেন, পাঁচ বছর ধরে স্থানীয় যুব কমিটি এ হাডুডু খেলার আয়োজন করে আসছে। এবারের আয়োজনে মোট ৮টি দল অংশ নেয়। গ্রামবাংলার আদি ঐতিহ্যকে ধরে রাখতে তারা এ প্রতিবছর এ হাডুডু খেলার আয়োজন করে আসছে।