ময়মনসিংহের ভালুকায় মাকে কুপিয়ে হত্যার দায়ে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোস্তফা জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আ. জব্বার মিয়ার ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন ভূঁইয়া।
সূত্র জানায়, জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আ. জব্বার জীবদ্দশায় তার সমস্ত সম্পত্তি চার পুত্র-কন্যার মাঝে ভাগ করে দেন। এরপর থেকে আ. জব্বারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। মো. মোস্তফা তার ভাগের ৯ শতাংশ জমি মায়ের কাছে বিক্রি করে দেন। বিক্রি করা সেই জমি বেআইনিভাবে দখল করার চেষ্টায় লিপ্ত হয়ে মো. মোস্তফা ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বৃদ্ধা মাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের অপর ছেলে মো. শাহ জালাল বাদী হয়ে ঘটনার দিনই ৫ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি মো. মোস্তফার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোস্তফাকে মৃত্যুদণ্ড দেয় আদালত।