• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

মন্দিরের প্রাচীর ও সিঁড়ি ভেঙে দিল দুর্বৃত্তরা!


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৭:৫৯ পিএম
মন্দিরের প্রাচীর ও সিঁড়ি ভেঙে দিল দুর্বৃত্তরা!

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় একটি মন্দিরের সীমানা প্রাচীর ও সিঁড়ি ভেঙে দিয়েছে দৃর্বৃত্তরা। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ সেখানকার হিন্দু ধর্মাবলম্বীরা।

চাকলাপাড়া গ্রামের মৃত অলোক বসুর ছেলে সোহাগ বসু জানায়, ৫ বছর আগে চাকলাপাড়ার পুরাতন হাটখোলা সার্বজনীন দুর্গা মন্দিরের প্রধান ফটক প্রাচীর ও সিঁড়ি নির্মাণ করে দেন তার বাবা অলোক বসু। গত ৫ নভেম্বর রাতে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের প্রাচীর ও সিঁড়ি ভেঙে দিয়েছে দুর্বত্তরা।

সোহাগ বসু অভিযোগ করে বলেন, “একটি কু-চক্রী মহল আমার বাবার অবদান মুছে দিতে এ ঘটনা ঘটিয়েছে। এ অবস্থায় মন্দিরের সার্বিক নিরাপত্তাহীনতা নিয়ে আমরা শঙ্কিত।

ঘটনার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কাউকে চিহ্নিত বা গ্রেপ্তার করা হয়নি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ প্রকাশকে জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মন্দির কমিটির সঙ্গে অন্তঃকোন্দরের কারণেই এমনটি ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি সমাধানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা শিগগিরই আলোচনায় বসবেন বলে জানান ওসি।

Link copied!