• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ভোটার তালিকায় মৃত, নিজেকে ‘জীবিত’ দেখাতে আবেদন


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৭:৫২ পিএম
ভোটার তালিকায় মৃত, নিজেকে ‘জীবিত’ দেখাতে আবেদন

টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে আব্দুর রহমান বলেন, “আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাইস্তা থেকে সাধারণ সদস্য পদে নির্বাচন করতে চাই। এজন্য উপজেলায় এসে আমার ভোটার আইডি কার্ড দিয়ে ব্যাংকে জামানত দিয়ে মনোনয়নপত্র কিনেছি। পরে উপজেলা নির্বাচন অফিস থেকে আমাকে একটি সিডি দেয়। সেই সিডিতে দেখি, ভোটার তালিকায় আমার নাম নেই। পরে নির্বাচন অফিসে যোগাযোগ করলে তারা আমাকে একটি কাগজ বের করে দেয়। সেই কাগজে দেখি আমাকে মৃত দেখানো হয়েছে।”

আব্দুর রহমান আরো অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশনের ওয়েবপোর্টালেও আমার কোনো তথ্য নেই। আমাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নামসহ সব তথ্য অপসারণ করা হয়েছে। পরে এ বিষয়ে আমাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর আবেদন করতে বললে আমি আবেদন করেছি।”

এদিকে আব্দুর রহমানের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলেও তাকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কেন, তা তিনি নিজেও জানেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমি বিষয়টি উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রধান অফিসে পাঠিয়েছি। এমনকি ফোনেও কথা বলেছি। আশা করি আজকালের মধ্যেই তার (আব্দুর রহমান) সমস্যার সমাধান হয়ে যাবে।”

Link copied!