• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা, রিকশাচালককে কুপিয়ে হত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৬:১২ পিএম
ভাড়া নিয়ে বাক-বিতণ্ডা, রিকশাচালককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রিকশা ভাড়াকে কেন্দ্র করে আবুল হোসেন (৩৭) নামের এক রিকশাচালকে কুপিয়ে হত্যা করেছে যাত্রী মোরশেদ আলম।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন চৌমুহনী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, দুপুর ২টার দিকে আবুল হোসেন চৌমুহনী রেলস্টেশন থেকে যাত্রী মোরশেদকে নিয়ে গনিপুর গ্রামে যান।

আসার পর ওই যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোরশেদ তার বাজারের ব্যাগে থাকা দা দিয়ে আবুল হোসেনের গলায় ও শরীরে কোপ দেয়। এতে আবুল হোসেনের গলার শ্বাসনালি কিছু অংশ কেটে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আবুল হোসেনকে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের ১নং ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে।

Link copied!