• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

ভারত গরু না দিলে আমরাও নিতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০১:৪৫ পিএম
ভারত গরু না দিলে আমরাও নিতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদকে সামনে রেখে ভারত থেকে সীমান্ত দিয়ে কোনও গরু বাংলাদেশে প্রবেশ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মন্ত্রী বলেন, "আমাদের দেশের গরুর খামারিরা যথেষ্ট উন্নতি করেছে। গত বছরে আমি ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমন্ত্রণে যাই। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশকে গরু দেয়া হবে না। তার উত্তরে বলেছিলাম, আলহামদুলিল্লাহ! ভারত গরু না দিলে আমরাও আর গরু নিতে চাই না।"

শনিবার (১৭ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বি‌জি‌বির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, "অতিলোভী দুই একজন ব্যবসায়ীরা সীমান্ত দিয়ে গরু আনার চেষ্টা করে। তখনই সীমান্ত হত্যার মতো দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে এবার আমাদের বিজিবি কঠোর অবস্থায় রয়েছে।"

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "সীমান্তে দুই দেশের (ভারত-বাংলাদেশ) সীমান্ত রক্ষীবাহিনীদের মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে শিগগিরই। দুই দেশের সীমান্তে কিছু কমিটমেন্ট রয়েছে। তা মেনে চললে সীমান্তে হত্যা বন্ধ করতে পারবো বলে আশা করি।"

 
মন্ত্রী বলেন, "দুই দেশের মন্ত্রী পর্যায়ে ও বিজিবি-বিএসএফ পর্যায়ে আলোচনা চলছে। সীমান্তে চোরাচালান বন্ধে আমরা আরও তৎপর হয়েছি। সীমান্তে শুধু বিওপির সংখ্যায়ই বাড়ানো হয়নি, বর্ডার সার্কুলেসন্স সিস্টেম আমরা উন্নত করেছি।" 

সীমান্তে চোরাচালান বন্ধের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজিবিকে আরও সমৃদ্ধ করা হয়েছে। সব ধরনের চোরাচালান আমরা শূন্যের কোঠায় নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।"

Link copied!