• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল মজুদ রাখায় জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৭:০২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল মজুদ রাখায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলা সদরের বিকাল বাজারের এক তেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সরাইল বিকাল বাজারের বিসমিল্লাহ অয়েল ভান্ডারের মালিক মো. রমজান মোল্লাকে ওই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন।

এ সময় ২০ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার দায়ে বিসমিল্লাহ অয়েল ভান্ডারের মালিককে জরিমানা করা হয়। এ সময় সরাইল সদর ইউপি চেয়ারম্যান  আব্দুল জব্বারসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন বলেন, “অবৈধ মজুদারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!