• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৪:২৫ পিএম
আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দফায় দফায় দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চরচারতলা গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, চরচারতলা গ্রামের আনু সরকার বাড়ির লোকজনের সঙ্গে শেয়ালবাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয় ১০ জন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এছাড়া এ ঘটনায় সরাইল আশুগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানসহ চার পুলিশ সদস্য ও এক সাংবাদিকসহ আরও ২০ জন আহত হন।

সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আনিসুর রহমান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!